বাংলাবাজার জাগরণী যুব সংসদ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাংলাবাজার জাগরণী যুব সংসদ এর উদ্যোগে ১৭মার্চ সোমবার রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানেস ভাপতিত্ব করেন, অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা, হাজী হারুনুর রশিদ মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাবাজার জাগরণী যুব সংসদের, সম্মানিত উপদেষ্টা - দেলোয়ার হোসেন মাঝি, মশিউর রহমান শামীম, রতন মুন্সি, হুমায়ুন খান সহ-সভাপতি - মিলন আহমেদ, সভাপতি দূর্জয় মুন্সী সজিব, সাধারণ সম্পাদক বসির মাঝি, কোষাধক্ষ্য মোশারফ হোসেন ও সম্মানিত সদস্য বোরহান খান, আরমান ভূঁইয়া এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি - প্রবাসী শামীম মুন্সী।