সবার কথা বলে

সাবেক এমপি ফজলে করিমের দুই সন্তানের উপর দে*শ*ত্যা*গের নি/ষে/ধা/জ্ঞা

0 9

সাবেক এমপি ফজলে করিমের দুই সন্তানের উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা।

নিজস্ব প্রতিবেদক – সংবাদের পাতা:

চট্টগ্রাম উত্তর জেলা রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে।

এরইপ্রেক্ষিতে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন।

এক পর্যায়ে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। পিপি বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণপূর্বক কমিশন বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার সহ নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক ও তার দুই সন্তান পলাতক থাকলেও সাবেক এই এমপি বর্তমানে চট্টগ্রাম জেলহাজতে রয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.