সবার কথা বলে

পথশিশু

0 17
পথশিশু
শাম্মী আক্তার স্নেহা 
পথে থাকি সারাদিন, 
পথে করি কাজ ;
পথ শিশু বলে হয়তো, 
সবাই ভালোবাসতে নারাজ! 
জীবন কত সুন্দর হতো, 
থাকলে বাবা-মা ;
একা বেড়ে উঠতে হয়েছে, 
সয়ে হাজার বেদনা!
ছোট এই শিশুকে দেখে, 
মায়া কি কারো হয় না! 
সত্যি বলতে কষ্ট আর, 
সহ্য করা যায় না! 
একা বেড়ে ওঠা বলে, 
সবাই ভাবে নষ্ট ;
সমাজের একটু আদর পেলে, 
হয়তো ভুলে যেতাম সব কষ্ট। 
পেতাম যদি সুযোগ তবে, 
পড়ালেখা করতাম ভাই ;
মানুষের মতো মানুষ হয়ে তো, 
আমিও বড় হতে চাই। 
পরিশ্রম করে গড়ব নিজেকে, 
শুধু সুযোগ একটা চায় ;
সমাজের সম্মান নিয়ে তো, 
আমিও বাঁচতে চাই!

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.