সবার কথা বলে

শরীয়তপুরে কৃষিজমির ঘের কাটায় ভেকু জ*ব্দ

0 5

শরীয়তপুরে কৃষিজমির ঘের কাটায় ভেকু জব্দ।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি কেটে ঘের তৈরি করায় এক্সকেভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ১৮মার্চ বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকুটি জব্দ করা হয়।

এ সময় মাটিদস্যু চক্রের সদস্যরা ভেকু ফেলে পালিয়ে যায়। বুধবার সদর উপজেলার এসিল্যান্ড নাফিজ ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ-দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাও এলাকায় জোর করে কৃষি জমি কেটে ঘের করছেন আজিজুল, আরিফ ও রোকন সরদার। ঘের কাটার দায়ে কৃষকরা তাদের জমি রক্ষা করতে মানববন্ধন করেছেন, জেলা প্রশাসক ও ইউএনও বরাবর অভিযোগও করেছেন। এরপরও কোন প্রতিকার হচ্ছে না বারবার অভিযান চালিয়ে জরিমানা করেও তাদের থামাতে পারছে না প্রশাসন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.