ঠাকুরগাঁওয়ে ২নং চারোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২নং ওয়ার্ডের বিএনপির ইফতার মাহফিল।
মোঃ সাইফুল ইসলাম
সংবাদের পাতা:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ২ নং চারোল ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সাবাজপুর উচ্চ বিদ্যালয়
মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ নং চারোল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবুর ও সভাপতিত্বে হুমায়ূন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী ও ২ নং চারোল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং চারোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ২ নং চারোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, ২ নং চারোল ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান আলী সহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে ইফতারের আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মহসিন আলী ।