সবার কথা বলে

বঙ্গো ধাত্রী 

0 15

বঙ্গো ধাত্রী 

লিজেন হোসেন 

বঙ্গ হে ধাত্রী তুমি তোমার 

বক্ষে ঠেকাইয়া মোর শির

দয়ার্দ্র চিত্তে চলিয়া আমি 

খুঁজে বেড়াই প্রকৃতির নীর

প্রত্যুষে প্রভাকর উদয় হইয়া

 ছড়াইয়া দেয় প্রভা 

একে একে চলা এলোমেলো পথ 

এটাই তো বাংলা শোভা 

কৃষকের গুঞ্জন দোয়েলের ডাক 

আরো আছে কোকিল কন্ঠে কুহু 

ঊষা লগ্ন হইতে ডাকিয়া তারা 

প্রকৃতির গুণ বাড়ায় বহু

গায়ের  বধু ঘুমটা টানিয়া চলে 

সকাল সন্ধ্যা নদীর ঘাটে 

রাখাল ভাই গবাদি চড়ায় 

দেপান্তরের ওই সবুজ মাঠে 

এমন শান্তি কোথাও খুঁজে 

পাবে কি কখনো তুমি 

সবার সেরা জানো কি আমার 

হে প্রিয় বঙ্গভূমি। 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.