বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে জাতীকে সঠিক তথ্য দিন: মুফতি আব্দুল হান্নান।
আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সন্মানে সোনাগাজী উপজেলা জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেছেন,সাংবাদিকেরা সমাজের দর্পন। সমাজের সকল সমস্যাগুলো তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। জামায়াতে ইসলামীর দূর্দিনে বেশিরভাগ সাংবাদিক সত্য তুলে ধরলেও ক্ষমতাশীনরা তাদের কন্ঠরোধ করেছে। যার ফলে অনেক সাংবাদিক সত্য কথা বলতে গিয়ে সরকারের রোষানলে পড়ে কারাবন্দিও হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত স্বৈরশাসকের আমলে মিডিয়া সন্ত্রাসের শিকার হয়েছিলো। এই মিডিয়া সন্ত্রাসের কারণে প্রতিবেশী দেশের ইশারায় জামায়াতের শীর্ষ নেতাদের মিথ্যা তকমা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে হত্যাকান্ড সংঘটিত করেছিল স্বৈরাচার আওয়ামী সরকার। এসব কারণে জামায়াতে ইসলামীর কথাগুলো জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছেনি।
বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করার মাধ্যমে মিডিয়ার কন্ঠরোধ করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মুক্তিকামী জনসাধরণের পাশে যেভাবে ছিল একইভাবে সাংবাদিকদেরও সুখে দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব আন্দোলনের ৫ ই আগষ্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর সাংবাদিকেরা মুক্ত স্বাধীন গণমাধ্যম খুঁজে পেয়েছে। এই আন্দোলনে অনেক সাংবাদিক আহত ও অনেকে শহীদ হয়েছেন। আহত ও শহীদ হওয়া সাংবাদিকদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। আশা করি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে জাতির বিবেক কলম সৈনিক সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশ ও জাতীকে সঠিক তথ্য প্রদান করবে।
২১ মার্চ বিকেলে সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি এএসএম বদরুদ্দোজা চৌধুরীর পরিচালনায় ও উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মেছবাহ উদ্দিন ফারুকী, সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মো: মহসিন ভুইয়া।
স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ছাড়াও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা নিজাম উদ্দিন, চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা মিডিয়া বিষয়ক সম্পাদক মাস্টার মজিবুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান মামুন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খুরশিদ আলম, নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জিয়াউর রহমান, মতিগন্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, বগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হাই, মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম ও চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাই প্রমুখ।