সবার কথা বলে

সোনাগাজীতে প্রগতি সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ২০তম ইফতার মাহফিল অনুষ্ঠিত

0 4

সোনাগাজীতে প্রগতি সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ২০তম ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি:

প্রগতি সোসাইটির ‘মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার, ১৪ মার্চ ‘২৫, ১৩ রমজান দক্ষিণ পূর্ব চর চান্দিয়া বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি নাছির আহমদ এর সভাপতিত্বে এবং সোসাইটির সহ-সভাপতি শরীয়ত উল্লাহ শরীফের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, আল জামেয়াতুল ইসলামিয়া দাখিল মাদরাসা ‘র সুপার মাওলানা কলিম উল্লা্‌হ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে প্রায় ছোট-বড়সহ প্রায় পাঁচ শতাধিক মুসলিম জনসাধারণ উপস্থিত ছিলেন। আয়োজনে অংশ গ্রহণ করে সোসাইটির ডাকে সাড়া দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সোসাইটির সভাপতি মশিউর রহমান মাসুদ। এছাড়াও প্রগতির সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী  যারা অর্থ ও শ্রম দিয়ে অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন তাদেরকে ধন্যবাদ জানান। ‘প্রগতি প্রবাসী ফোরামের সদস্যদের প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে তিলাওয়াত ও সংগীত পরিবেশন করে প্রগতি পাঠশালার শিক্ষার্থীবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.