
সোনাগাজী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে সোনাগাজী প্রেসক্লাবের ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগনের মিলন মেলায় অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাবেদ হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ও আমেরিকা প্রবাসী বিএনপি নেতা আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল কাদের মোজাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাস জহিরুল আলম জহির, ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফাখরুদ্দিন,জামায়াতের আমীর মাওলানা মোস্তফা, সেক্রেটারি এএসএম বদরোদ্দৌজা।
এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু আবু সুফিয়ান, পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা ওলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি আহসান উল্লাহ, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হিজবুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন ফারুকি, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মহসিন ভূইয়া, চরচান্দিয়া ইউনিয়ন আমির মুজিবুর রহমান, সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর সিদ্দিক মারুফ, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, বন্ধনমুক্ত স্কাউটসের প্রতিষ্ঠাতা মাস্টার বেল্লাল হোসাইন, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহম্মদ, সান জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলাউদ্দিন, বিসমিল্লাহ ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম চোখধন, ফারইস্ট ফেনী জেলা অফিসের ইনচার্জ বাহা উদ্দিন মামুন।
এসময় সোনাগাজী প্রেসক্লাবের সহসভাপতি শেখ আব্দুল হান্নান, সাইফুল আলম হিরণ যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ, কোষাধ্যক্ষ মোতাহের হোসেন ইমরান, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, ক্রিড়া সম্পাদক বাহার উল্যাহ, প্রচার সম্পাদক আফছার সোহাগ, নির্বাহী সদস্য আমজাদ হোসাইন, হাফেজ হিজবুল্যাহ, হাসান মাহমুদ, বায়েজীদ হোসেন উপস্থিত ছিলেন।