জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল।
মাহফুজুর রহমান রিভু
জয়পুরহাট - সংবাদের পাতা:
এই দিয়ে তৃতীয়বারের মতো জয়পুরহাট শহর বিএনপি উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল।
২৪ মার্চ জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে আজ তৃতীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহরের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান উজ্জল প্রধান।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,শহর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।