সবার কথা বলে

জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 5

জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ এমদাদুল হক – সংবাদের পাতা:

২৩ মার্চ রবিবার জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে (সফির মিয়ার বাজার সংলগ্ন) জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নওশের আলীর সভাপতিত্বে ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে ছিলেন এডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন,সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউর রহমান শফি সভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি, মোহাম্মদ রুহুল আমিন মিলন সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন মুশফেকুস সালেহীন মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর জেলা শাখা ও সদস্য জিয়া পরিষদ জামালপুর, মোঃ নুরুল আমিন দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর জেলা শাখা ( সাবেক)।

ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোঃ শামীম হোসেন সাংগঠনিক সম্পাদক  জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা। সভায় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন বিগত স্বৈরাচার সরকারের পতন হলেও তারা বিভিন্নভাবে গাপটিমেরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিষয় বক্তব্য রাখেন। তারা বলেন বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এই শিক্ষা ব্যবস্থাকে আবার পুনঃপ্রতিষ্টা করতে হবে, আনতে হবে সুশৃংখল পরিবেশ, নকল বন্ধ করতে হবে।বক্তারা জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে চায় কারণ বর্তমান ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি  ভালোভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে বড় হয় তাহলে উন্নতি হবে। আলোচনা শেষে বি এনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি  কামনায় দোয়া করে সকলের মাঝে ইফতার বিতরণ করা

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.