
চরলাউলানী সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী গ্রামে দুপুর ২ ঘটিকার সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৬০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।
চরলাউলানী সমাজ কল্যান ফাউন্ডেশন টি প্রায় ৬০ সদস্য বিশিষ্ট হয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
ফাউন্ডেশন টি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও তারা প্রসংশিও ভূমিকা পালন করে চলছেন। রাস্তাঘাট মেরামত বিক্ষো রোপন কর্মসূচি ও করে যাচ্ছেন রিতিমত। তাদের এই ফাউন্ডেশনের কার্যক্রমে অত্র অঞ্চলের লোক মুখে হয়েছেন প্রসংশিও।
এসময় চরলাউলানী সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌকিদার ঈদ সামগ্রী বিতরণী আয়োজনে উপস্থিত থেকে বলেন, আগামিতেও তারা এধরনের কার্যক্রমে সমাজে অগ্রণী ভূমিকা পালন করবেন তারা।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুল ইসলাম রাড়ী, আজিজুল হাওলাদার, তোফাজ্জল রাড়ী।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পিয়েল রাড়ী (প্রবাসী) , অর্থ বিষয়ক সম্পাদক রণি মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব প্রধানীয়া, প্রচার বিষয়ক সম্পাদক শাকিল রাড়ী,
সহ-প্রচার বিষয়ক সম্পাদক পাভেল রাড়ী, সাংগঠনিক সম্পাদক নাইম খান, হাশেম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চপ্পক রাড়ী, সোহাগ রাড়ী, ইকবাল মোল্লা (প্রবাসী) , উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সালাম, রায়হান খান, সিয়াম বেপারী, সফিক সরদার, ওহাব খান, প্রচার বিষয়ক সম্পাদক শাকিল রাড়ী, সহ-প্রচার বিষয়ক সম্পাদক – পাভেল রাড়ী, সাংগঠনিক সম্পাদক- নাইম খান, হাশেম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – চপ্পক রাড়ী, সোহাগ রাড়ী, ইকবাল মোল্লা (প্রবাসী)।