
বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস-(বিসিআর) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।
স্টাফ রিপোর্টার:
মার্কিন যুক্তরাষ্ট্র- বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে আরও কিভাবে শক্তিশালী সম্পর্ক স্থাপনের পাশাপাশি উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করা যায় তা নিয়ে বিসিআর নামক একটি দেশীয় সংগঠন তাদের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ম্যাকলারেনসে ” বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস (বিসিআর) সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কনভেনার প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও সভাপতিত্বে দেশবরেণ্য ব্যক্তিত্বরা আলোচনায় অংশ নেন। এ সময় সমাজের শিক্ষাবিদ, সামরিক-বেসামরিক অবসরপ্রাপ্ত ব্যক্তি বর্গ ও মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব ফাহাদ জাহেদ (একাডেমিশিয়ান ও উদ্যোক্তা)। উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রিয়ার এডমিরাল (অব:) আনোয়ার হোসেন, মেজর জেনারেল(অব:) মো: সিদ্দিকুর রহমান সরকার, এয়ার ভাইস মার্শাল (অব:) সাদউদ্দিন আহমেদ, এয়ার কমোডর(অব:) এম আব্দুস সামাদ আজাদ, ডা. ফারজানা ইসলাম রুপা, প্রফেসর ফরহাদ হোসেন, ডা: নাফিজ রায়হান, এডভোকেট কায়সার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক বুলবুল ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চিন্তাবিদ আব্দুল হামিদ।
এ সময় অনুষ্ঠানের কনভেনার প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও তার বক্তব্যে বলেন, ইউএস-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর করতে বাক স্বাধীনতা, গণতন্ত্র ও শান্তির জন্য কাজ করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, নানা জটিল ইস্যুতে উভয় দেশ আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকতে পারে।
বিসিআর একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে মূলত কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তাদের কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেন সংগঠনের কনভেনার প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও।