
লন্ডন নটিংহামে শরীয়তপুরের কমিউনিটির ভাইদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:
লন্ডন নটিংহামে শরীয়তপুরের কমিউনিটির ভাইদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় দোয়ার মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নটিংহাম জাতীয়তাবাদী দলের প্যানেল: লুৎফর রহমান চৌধুরী, মামুন সিকদার, সৈয়দ ফরহাদ ইসলাম এবং নটিংহাম সিনিয়র নেতা ফাইটু মাঝি, মিজানুর রহমান, লিটন মোল্যা, মোশারফ হোসেন, নাজির সরকার, জসিম, আসলাম হোসেন, টিটু হোসেন, শাহআলম, সৈয়দ বাবু, মফিজ উদ্দিন ও মোখলেসুর রহমান সহ নটিংহামের অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।