
নিজস্ব প্রতিবেদক (মিরসরাই – চট্টগ্রাম):
বাড়ির উঠানে খেলতে গিয়ে ধর্ষনের শিকার হলেন ৭ বছরের আরিফা।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা সংলগ্ন চিনকি আস্তানা এলাকায় গত ৩১মার্চ রোজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকালে আরিফা (৭) নামের এক শিশু ধর্ষনের শিকার হয়।
ফেনী নিবাসী মো: আরিফ জীবিকার তাগিদে চিনকি আস্তানা এলাকায় দুলাল ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন।
দাদির বক্তব্য টি সোস্যাল মিডিয়ে ছড়িয়ে পড়লে চারদিকে ধর্ষক দুলালকে খোঁজ করতে থাকে সবাই।
এ দিকে শিশু আরিফাকে ধর্ষনের পর উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরীক্ষা নীরিক্ষার জন্য।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনা জানার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় এবং সব তদন্ত করেন। ঘটনার পরেই আবুরহাট এলাকা থেকে ধর্ষক দুলাল ড্রাইভারকে আটক করা হয়।
এদিকে শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামীর দ্রুত ও সর্বোচ্চ বিচারের প্রতিবাদে আজ ২এপ্রিল রোজ বুধবার জোরারগঞ্জ থানার বারোইয়ারহাট বাজারে সাধারণ জনতার এক প্রতিবাদী মিছিল বের করেন। শত জনতার স্লোগানে মাধ্যমে অভিযুক্ত ধর্ষক দুলাল ড্রাইভারের সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।