সবার কথা বলে

সুরেশ্বর প্রবাসী বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত

0 10

সুরেশ্বর প্রবাসী বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এম এ জব্বার – সংবাদের পাতা:

এক ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার – সুরেশ্বর প্রবাসী বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ এপ্রিল সুরেশ্বর বিএনপির কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

আয়োজনে শুরুতে সুরেশ্বর বিএনপি’র নেতৃবৃন্দরা একে অপরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এসময় উক্ত আয়োজনে বিএনপি’র নেতৃবৃন্দরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমীর হোসেন মৃধার সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় – উপস্থিত ছিলেন, ঘড়িষার ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুরমুজ মুন্সী, বিএনপি নেতা লিটন মৃধা, বিএনপি নেতা ইলিয়াস আহাম্মে খান, নড়িয়া যুবদলের সহ-সভাপতি – জাহাঙ্গীর রাঢ়ী।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা হুমায়ন বেপারী, যুবদল নেতা আকরাম বেপারী, যুবদল নেতা পলাশ রাঢী, বাচ্চু মির মালত, আজিজ মৃধা, হারুন বাবুচী, বাহান মৃধা, সৌদি প্রবাসী ইকবাল হোসেন , ইতালি প্রবাসী মুন্সি দিদার, সুমন লস্কর, লিমন মৃধা, সাদ্দাম বাবুচীসহ ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.