সবার কথা বলে

ফিলিস্তিনের উপর ইজরাইলের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী কর্মসূচি

0 10
ফিলিস্তিনের উপর ইজরাইলের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী কর্মসূচি পালিত।
জামাল উদ্দিন 
নিজস্ব প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম) 
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলমানদের উপর ইজরাইলী নৃশংসতা মাত্রা বেড়েই চলেছে। তার প্রতিবাদে বিশ্বব্যাপি নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদী কর্মসূচি।
(৭ এপ্রিল) সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসভায় বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রামের উত্তর জেলা জামাতে আমীরের নেতৃত্বে ও মিরসরাই সাধারণ জনতা ও ছাত্র সমাজের উদ্যেগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সোমবার বিকালে মিরসরাই লতিফিয়া গেটের সামনে থেকে বিকালে আসরের নামাজের পর পর জামাআতে ইসলামের নেতৃত্বে ইজরাইলের বিরুদ্ধে মিছিল বের করে।
একই সময়ে মিরসরাই সর্বস্তরেরর জনতা ও ছাত্র জনতার উদ্যেগে  মিরসরাই বাজার কেন্দীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন। দুই ধাপের মিছিল একত্রিত হয়ে মিরসরাই বাজারে  দক্ষিণ পাশে ইউটার্ণ হয়ে মিরসরাই বাজারে বিক্ষোভ মিছিল শেষ করে ওভার ব্রিজ সংলগ্ন মিরসরাই পোস্ট অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতের আমীর, মিরসরাই পৌরসভার আমীর, সদর উপজেলার বিভিন্ন স্তরের জামায়াতের নেতা কর্মী সহ ছাত্র সমাজ ও মিরসরাই উপজেলার সাধারণ জনগন।
সমাবেশে ফিলিস্তিনের উপর ইজরায়েলের বর্বর নৃশংসতা,  খুন ও ধ্বংসের স্তুপ গড়ার জন্য ঘৃন্য ধিক্কার,  কড়া হুশিয়ারী  ও ইজরাইলী সকল পণ্যের প্রতি বয়কট করার উৎসাহ প্রদান করেন। পণ্য বয়কট করলে ইজরাইল তাদের অর্থ সংকটে পড়বে ফলে অস্ত্র কেনা থেকে বিরত থাকলে অস্ত্র সংকটে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে।
এ সময় নেতৃত্ব দেওয়া নেতা কর্মীগন সমাবেশের মাধ্যমে সবাইকে উৎসাহ প্রদান করেন পণ্য বয়কট করতে পাশাপাশি দোকানপাট ভাংচুর বা লুটপাটের মত ঘটনা যেন না ঘটে সেই দিকে সবাইকে সতর্ক তাকতে পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত প্রায় লক্ষাধীক জনতা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে উপস্থিত থেকে ফিলিস্থিনের পক্ষে থাকার ও ইজরাইলের বিপক্ষে দাড়িয়ে তাদের প্রতিহত করার জন্য বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সেই সাথে আহবান করেন ইসলামী দেশ গুলো যেন ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে জাতিসংঘের নিকট পত্র প্রেরনের মাধ্যমে জাতিসংঘের সদস্যদের প্রতি জোর দাবি জানান, ইজরাইল তাদের দেওয়া যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে নিরিহ ফিলিস্তিনের উপত্যকায় গাজা বাসীর উপর বর্বর চিত্র নৃশংসতা অনতিবিলম্বে বন্ধ করা হয়। চুক্তি ভঙ্গের দায়ে তাদেরকে আইনি বিচারের আওতায় আনা হউক এমন মন্তব্য উঠে আসে সমাবেশের মাধ্যমে।
সোমবার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারোইয়ারহাট পৌরসভার বারোইয়ারহাট বাজারে ছাত্র সমাজের উদ্যেগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলের মধ্যে বিভিন্ন লিখা সম্বলিত পেস্টুন,প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে ভজরাইলে বিপক্ষে শ্লোগান দেন সকল জনতা।শ্লোগানে কড়া হুশিয়ারী জানানে হয় ইজরাইলের পক্ষে সমর্থন কারীদেরকেও। সেই সাথে সর্বস্থরের মুসলমানদের আহবান করেন ফিলিস্তিনের পক্ষে থাকার।
ফিলিস্তিনের শোকবহ হিসেবে আজ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখেন। মিরসরাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখে ইজরাইলের প্রতি ধিক্কার ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনের প্রতি শোক সভা পালন করেন ও শহিদদের প্রতি মাগফেরাত কামনায় দোয়া করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.