সবার কথা বলে

গাজায় গ ণ হ ত্যা র প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’: লাখো মানুষের ঢল

0 4

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’: লাখো মানুষের ঢল, প্রতিধ্বনিত হলো প্রতিবাদের বজ্রনিনাদ।

সাজ্জাদ হোসেন আদর – ঢাকা

সংবাদের পাতা:

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ নামে এক ঐতিহাসিক গণজমায়েত।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামক একটি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে লাখো মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশ শুরু হয় বিকেল ৩টায়, তবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে।

শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, টিএসসি, বাংলামোটরসহ প্রধান প্রধান মোড় থেকে বিশাল বিশাল মিছিল এসে জমায়েত হয়। কারও হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, কেউবা বুকে ঝুলিয়েছেন “Free Palestine” লেখা পোস্টার।

সমাবেশে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব শায়খ মুহাম্মদ আবদুল মালেক। উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেম, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা। বক্তারা গাজায় শিশু, নারীসহ নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড. মিজানুর রহমান আল আজহারী, শায়খ আহমদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ সহ আরো অনেকে।

সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। তরুণ-তরুণী, ছাত্রছাত্রী, পরিবার-পরিজনসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই কাঁধে কফনের কাপড় বেঁধে, মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

সমাবেশস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, দোয়েল চত্বরসহ আশপাশে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে আনা হয় বিভিন্ন সড়কে।

সমাবেশ থেকে ফিলিস্তিনের জন্য অর্থ সংগ্রহ ও দোয়ার আয়োজনও করা হয়। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসাথে বাংলাদেশের জনগণকে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া অনেককেই দেখা যায় রাস্তায় সবাইকে বিনামূল্যে পানি ও শরবত বিতরন করতে।এনেককে দেখা জায় তীব্র গতিতে শ্লোগান ধরতে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.