সবার কথা বলে

বৃষ্টি উপেক্ষা করে ফি লি স্তি নে গ ণ হ ত্যা র প্রতিবাদে সোনাগাজীতে বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ 

0 1
বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
ইসরায়েলের ইহুদি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহরের জিরোপয়েন্টে শহীদ চত্ত্বরে সমাবেশ করে।
সংগঠনের উপজেলা সভাপতি মুফতী আহসান উল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতী আবদুর রহমান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক লেখক ও গবেষক শায়খুল হাদীস মাও. আবদুর রাজ্জাক।
আরও বক্তব্য রাখেন ফেনীর মারকায উমর রা. মাদরাসার প্রিন্সিপাল মাও. নুরুল করিম, হেফাজতের ইসলামের উপজেলার সাধারণ সম্পাদক, সোনাগাজী মডেল থানা জামে মসজিদের খতিব মুফতী নিজাম উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক মাও. আহমদুল হাসান মাসউদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মুফতী আবদুর রহমান, সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম মুহাম্মাদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মাও. রাশেদ ইকবাল রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাও. জাবেদ হোসাইন, কদমতলা মাদরাসার পরিচালক রহমত উল্লাহ, সোনাগাজী সরকারি কলেজ জামে মসজিদের খতিব মুফতী আবদুল হান্নান, আইম্মা পরিষদ উপজেলা সদস্য মাও. মুহাম্মদ ইসমাইল ও ইসলামী ছাত্র আন্দোলনের সোনাগাজী উপজেলা দক্ষিণ সভাপতি মুহাম্মাদ ফয়জুল করিম সালমান প্রমুখ।
সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন দারুল উলূম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাও. আবু সাঈদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.