সবার কথা বলে

নড়িয়ায় ডিঙ্গামানিক ইউনিয়ন শাখা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা

0 22

নড়িয়ায় ডিঙ্গামানিক ইউনিয়ন শাখা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা কমিটি ঘোষণা।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ডিঙ্গামানিক ইউনিয়ন শাখা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল ) রাত ৮ ঘটিকায় নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী আয়োজনে ডিঙ্গামানিক ইউনিয়ন শাখা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, নড়িয়া উপজেলা বিএনপি সি: সহ-সভাপতি মাষ্টার শাহিন হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মেহমুদ ভূঁইয়া, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল হক ওহেদ নিক্সন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্তসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান ধরেন ডিঙ্গামানিক ইউনিয়ন শাখা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দরা।

নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল হক ওহেদ নিক্সন ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান খোকন এর সাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

মোঃ হুমায়ুন কবির (শুকুম) আহবায়ক ও সরদার শিপলু ইসলাম শ্যমলকে সদস্য সচিব এবং সেলিম লাকুরিয়াকে সিনি. যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিঙ্গামানিক ইউনিয়ন শাখা’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটিঃ

১/ আহবায়ক – মোঃ হুমাইয়ুন কবির (শুকুম)
২/ সিনি. যুগ্ম আহবায়ক – সেলিম লাকুরিয়া
৩/ যুগ্ম আহবায়ক – পিটার মোল্লা
৪/ যুগ্ম আহবায়ক – মোঃ রানা ভূঁইয়া
৫/ যুগ্ম আহবায়ক – মোঃ সোহেল ঢালী
৬/ যুগ্ম আহবায়ক – মোঃ সুজন ঢালী
৭/ যুগ্ম আহবায়ক – মোঃ সেন্টু মাঝি
৮/ যুগ্ম আহবায়ক – মোঃ মনির হোসেন তালুকদার
৯/ যুগ্ম আহবায়ক – মোঃ জালাল মাঝি
১০/ যুগ্ম আহবায়ক – মোঃ সুজন লাকুরিয়া
১১/ যুগ্ম আহবায়ক – মোঃ রনি লাকুরিয়া
১২/ যুগ্ম আহবায়ক – মোঃ আজিজুল হাওলাদার
১৩/ যুগ্ম আহবায়ক – মোঃ সুমন তালুকদার
১৪/ যুগ্ম আহবায়ক – মোঃ ইসমাইল ঢালী
১৫/ যুগ্ম আহবায়ক – মোঃ বিলাল ঢালী
১৬/ যুগ্ম আহবায়ক – মোঃ শাহ্আলম শেখ
১৭/ যুগ্ম আহবায়ক – মোঃ দীন ইসলাম বেপারী
১৮/ সদস্য সচিব – সরদার শিপলু ইসলাম শ্যমল
১৯/ সদস্য – হাজী মোঃ শাহ্আলম বেপারী
২০/ সদস্য – মোঃ দেলোয়ার হোসেন বেপারী
২১/ সদস্য – মোঃ ইকবাল শিকদার
২২/ সদস্য – মোঃ পিপলু
২৩/ সদস্য – মোঃ মনির হোসেন চৌকিদার
২৪/ সদস্য – মোঃ আব্দুল আলিম
২৫/ সদস্য – মোঃ ফারুক পালোয়ান
২৬/ সদস্য – মোঃ উজ্জল রাড়ি
২৭/ সদস্য – মোঃ জাহাঙ্গীর সরদার
২৮/ সদস্য – মোঃ আল আমিন পেদা
২৯/ সদস্য – মোঃ হাসেম ঢালী
২৯/ সদস্য – মোঃ লালন জমদ্দার
৩০/ সদস্য – মোঃ রাব্বি দেওয়ান

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.