সবার কথা বলে

জয়পুরহাটের মেয়র প্রার্থী শামীমকে গু/লি করে হ*ত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0 7
জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীমকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
মাহফুজুর রহমান রিভু 
জয়পুরহাট – সংবাদের পাতা:
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বারোয়ারী মন্দির চত্তরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মন্ডল, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান ও বালিরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেড়ে আওয়ামী লীগের দোসর সাবেক পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী দিয়ে ছাত্রনেতা শামীমের উপর হামলা করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, সোমবার রাত ১০টার দিকে মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করে হামলাকারিরা। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামীসহ ৫জনকে আসামীকে করে পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.