0 17

জয়পুরহাটে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।
জয়পুরহাট প্রতিনিধি – সংবাদের পাতা:
জয়পুরহাটে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে জেলা প্রশাসন,জয়পুরহাট প্রেসক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো:আবদুল ওয়াহাব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশন করেন। এছাড়াও, বৈশাখী মেলা, পান্তা-ইলিশ উৎসব ও বিভিন্ন লোকজ খেলাধুলার আয়োজন করা হয়।নববর্ষের এই আনন্দঘন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আগতদের জন্য পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার বলেন নববর্ষের এই আনন্দঘন অনুষ্ঠানে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।জেলা প্রশাসক বলেন নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দ ও উৎসবের দিন।