সবার কথা বলে

নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা

0 13

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা।

রকি আহমেদ – সংবাদের পাতা:

১৪ই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা চত্বর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী প্রেমতলা বটতলা মাঠ তিন দিনব্যাপী বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে নড়িয়া উপজেলা শিল্পকলা একাডেমী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

বর্ষবরণ বৈশাখী মেলা উদ্বোধন করেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।

এসময় আনন্দ শোভাযাত্রা শেষে বটতলা মাঠ বৈশাখী মেলা মঞ্চে জাতীয় সংগীত ও বর্ষবরণ গান এসো হে বৈশাখ এসো এসো, নানা রঙের সাজে বাংলা নববর্ষ কে বরণ করা হয়।

মেলা উদ্বোধনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। তিনি বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখ বর্ষবরনে রীতিনীতি ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকী দাস, নড়িয়া থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দীন মোল্লা, সহ আরো অনেকই।

৩ দিন ব্যাপী বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান, নিত্য, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩২।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.