সবার কথা বলে

সোনাগাজী সমিতি ঢাকা’র নববর্ষ উদযাপন 

0 1
সোনাগাজী সমিতি ঢাকা’র নববর্ষ উদযাপন।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি:

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সোনাগাজী সমিতি ঢাকার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকাস্থ পল্টনের সমিতির নিজস্ব কার্যালয় আকরাম টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির তথ্য সম্পাদক মোরশেদ আলম প্রিন্সের পরিচালনায় ও সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ আড্ডায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া।

খুরশিদ আলম ভুঁইয়া বলেন, ‘সোনাগাজী সমিতি ঢাকার বুকে গড়ে ওঠা সোনাগাজীবাসীর একটি ঠিকানা। ঢাকায় অবস্থানরত সোনাগাজী উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ এ সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে। এ সমিতির মাধ্যমে দলমত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সোনাগাজীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। যারা সমিতির মাধ্যমে সোনাগাজীবাসীকে একটি সুশৃঙ্খল প্লাটফর্মে এনে অরগানাইজ করেছেন সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজধানী উন্নয়ন কতৃপক্ষের অথরাইজ কর্মকর্তা ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার নুরে আলম সোহেল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাইনুদ্দিন ফারুকী, জামাল উদ্দিন পাটোয়ারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তফা, মাইনুদ্দিন চিশতী, মিজানুর রহমান, শাহাদাত হোসেন হেলাল, শরিয়াতুল্লাহ মিয়া, প্রিমিয়ার ব্যাংকের এবিপি শাহাদাত হোসেন শিমুল, এম এ আজিজ রাসেল প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.