
ডিঙ্গামানিক বিএনপি অনলাইন ফোরামের পক্ষ থেকে যুবদলের কর্মিকে আর্থিক সহায়তা প্রদান।
মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটি সদস্য, মহিউদ্দিন আহম্মেদ জিন্টু জমাদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং ডিংগামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের পক্ষ থেকে ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদল কর্মি রফিকুল ইসলাম খান কে চিকিৎসার জন্য আর্থিক অনুদান চেক প্রধান প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরামের সদস্যরা তার সার্বিক খোঁজ খবর নিতে তার নিজ বাড়িতে যান এবং তাকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান চেক প্রদান করেন।
এ সময় অসুস্থ যুবদলের কর্মিকে তারা আশ্বাস প্রদান করেন যে তার চিকিৎসার জন্য সব রকম সহযোগিতা তারা করবেন।
এ ছাড়াও এ কমিটিতে যারা সব সময় অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে থাকেন:
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মহিউদ্দিন আহমেদ জিন্টু জমাদার, আবু তাহের বেপারী ( কালন), এইচ এম বিল্লাল হাওলাদার, জুয়েল রাড়ী, হারুন ছৈয়াল।
এ ছাড়াও রয়েছেন ডিংগামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরামের এডমিন ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও নড়িয়া উপজেলা যুবদলের সহ সভাপতি হাজী বিএম শাহ আলম বেপারী।
তাছাড়া সদস্য রয়েছেন:
দেলোয়ার হোসেন রাড়ী, নজরুল খান, ডিংগামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি ও ইতালী মুল ফালগুন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইদ্রিস হাওলাদার, ডিংগামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি আবুল মাঝী, তানিস হাওলাদার, ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাসেম ঢালী, আরিফ হাওলাদার, শরীয়তপুর জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক আতাউর চৌধুরী, এমদাদুল হক রশিদ, ডিংগামানিক ঘড়িষার আঞ্চলিক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন বেপারী, ডিংগামানিক ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল শিকদার,
পিপলু হাওলাদার, ডালিম জমাদ্দার, ডাক্তার লায়লা, শিপন মিয়া, আবদুল রহিম, মনির খান, মামুন খান, খায়ের হাওলাদার, বোরহান মিয়া, রিপন হোসেন,মাহাবুব লাকুরিয়া, জাকির হোসেন, নাজমুল বেপারি, মামুন তপদার, রাজিব খান, নিককোন মোল্লা, সুমন হাওলাদার ও শাহিন লাকুরিয়া।