সবার কথা বলে

তোমাকে পাওয়ার ইচ্ছাটা 

0 2
তোমাকে পাওয়ার ইচ্ছাটা 

আব্দুস সাত্তার সুমন 
জীবনের অনেক কিছু পাওয়ার চেয়ে  
তোমাকে পাওয়ার ইচ্ছেটা অনেক বেশি,
থাকতে পারিনি আমার মতন করে 
তোমার টানে বারে বারে ফিরে আসি।
পরিবর্ধন করেছে তোমার আঁলোর রশ্মি
আমার ভিতরটাকে এপার ওপার করে!
তোমার প্রেমের সেই জলপ্রপাতের সুধায়,
ধরে রাখি প্রিয়সি তোমায় অন্তিম সময় ধরে।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.