প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
রাজস্ব ফাঁকি দিতে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ

বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ৩৩ লাখ টাকার বায়নানামা রেজিস্ট্রি দলিল করে চূড়ান্ত রেজিস্ট্রি করা হয়েছে ১৬ লাখ টাকায়। যার ফলে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমম্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজীর নেতৃত্বে একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়ে এ তথ্য পেয়েছে।
আজমির শরীফ মারজী বিকেল সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অফিসে বায়নানামা দলিল ও কবলা দলিল সম্পাদনে বেশ কিছু অনিয়ম আমাদের কাছে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয় এবং নথিপত্রগুলো সংগ্রহ হয়। নকল পেতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে সেবাগ্রহীতারা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। প্রথমে ৩৩ লাখ বায়নানামা দলিল করে পরে ২৮ লাখ টাকা একই দলিল যখন রেজিস্ট্রি করা হয় তখন ১৬ লাখ টাকা মূল্য দেখানো হয়। যা সরকারকে ১ লাখ ২৭ হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত করেছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা