সবার কথা বলে

সোনাইমুড়িতে বৃদ্ধকে পি টি য়ে হ*ত‍্যা

0 15
“সোনাইমুড়িতে বৃদ্ধকে পিটিয়ে হত‍্যা”।
মোঃ জাহিদুল ইসলাম
উপজেলা প্রতিনিধি (সোনাইমুড়ি – নোয়াখালী):

নোয়াখালীর সোনাইমুড়িতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার দেওটি ইউপির গুংশীগ গ্রামের আমিন উদ্দিন মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৬৫) একেই বাড়ির মৃত সেরাজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ফজলুল হক গংদের সঙ্গে নিহত আবুল কাশেমের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হওয়ার সময় আবুল কাশেম তার নিজ জায়গায় মাটি ঠেকানোর জন্য প্লাস্টিক দেয়। ফজলুল হকের স্ত্রী সেলিনা এসে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ফজলুল হকের মেয়ে আলো এসে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান। স্থানীয়রা উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবদেন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। সোনাইমুড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.