আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ২০২৫”।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় সোনাগাজী আল হেলাল একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ফেনী ৩ আসন (সোনাগাজী-দাগনভুইয়া) নির্বাচনী পরিচালক জেলা জামায়াতের শূরা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুদ্দিনের সভাপতিত্বে সহুরুতে ইসলামী সংগীত পরিবেশন করেন মো: আবু ইউসুফ, দারসুল কুরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও ফেনী জেলার নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলার আমীর মুফতী আব্দুল হান্নান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াত সমর্থিত ফেনী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারী ডা: ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ফেনী জেলার নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও অধ্যাপক হাবিবুল্লাহ বাহার।
এছাড়া আরো বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা,উপজেলা সেক্রেটারি এএসএম বদরুদ্দোজা , পৌর আমির মাওলানা কালিমুল্যাহ , পৌর সেক্রেটারি মো: মহসিন ভুইয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
ফেনী ৩ আসন জামায়াতের নির্বাচনী সহকারী পরিচালক এবি সিদ্দিক মানিকের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই—এই শ্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনের জন্য দলীয়ভাবে সুদৃঢ় প্রস্তুতি নিতে হবে। ইসলামী রাজনীতিকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের দায়িত্বশীলদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
সমাবেশে নির্বাচনী রণকৌশল, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, জনসংযোগ কৌশল, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান, তারা যেন আইন ও নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে গণসংযোগ পরিচালনা করেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকেন।