জয়পুরহাট পৌরসভার অধীনে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কমপ্লিট সার্টডাউন কর্মসুচী ঘোষনা দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০ টা থেকে জয়পুরহাট পৌরসভার অধীনে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসুচী পালন করছে।
ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনে ব্যবসা প্রতষ্ঠানে বাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে পৌরসভার কর্তৃপক্ষ কয়েকগুন ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন। এব ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বন্ধ করে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকরকার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করছে। আর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন।