আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজী উপজেলার বক্তারমুনশী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের মেধাবী ছাত্র ওসমান গনি গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার খোঁজে পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বাড়তে থাকায় আজ শনিবার শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২০ এপ্রিল দুপুর ১২ টায় মাদ্রাসার মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে হাজারো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উদ্বেগ ও প্রতিবাদের ঝলক।
বক্তারা বলেন, “ওসমান গনি একজন নিয়মিত, মেধাবী ও ভদ্র শিক্ষার্থী। তার নিখোঁজ হওয়া আমাদের মাদ্রাসা পরিবারে গভীর শোক ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক রিদওয়ান আহমাদ আরিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুর উদ্দিন রনি, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আফসার ফারুকী, সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী আকবর হোসেন, ওসমান গনির সহপাঠী সাব্বির, ওসমান গণির বড় ভাই ইমরান হোসেন এবং মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সদস্যরা।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অবিলম্বে ওসমানের সন্ধান না পাওয়া গেলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তারা ওসমান গনির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রশাসনের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মাদ্রাসার মূল ফটক থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড় ঘুরে আবার মানববন্ধনস্থলে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিতভাবে প্রতিবাদ জানান।
এদিকে, ওসমান গনির পরিবার জানায়, ছেলেটি কয়েকদিন আগে হঠাৎ করেই নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
সোনাগাজী থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, “নিখোঁজ ছাত্রকে খুঁজে পেতে পুলিশ তৎপর রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের তদন্ত এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করি দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।”
এই ঘটনার দ্রুত সমাধান না হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।