সবার কথা বলে

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বি রু দ্ধে ষ/ড়/য/ন্ত্র/মূ/ল/ক মা ম লা: ফেনীতে মানববন্ধন

0 8
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা: ফেনীতে মানববন্ধন।
আজগর হোসাইন আতিক – ফেনী
সংবাদের পাতা:
আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘আমার দেশ পাঠকমেলা, ফেনী জেলা’ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও নির্ভীক সাংবাদিকতার জন্য মাহমুদুর রহমান বরাবরই সরকার ও বিভিন্ন মহলের রোষানলে পড়েছেন। তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। এভাবে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা হচ্ছে।
বক্তারা আরও বলেন, মাহমুদুর রহমান শুধু একজন সাংবাদিকই নন, তিনি এক সাহসী কণ্ঠস্বর, যিনি জনগণের পক্ষে কথা বলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন:
স্থানীয় বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতপন্থী কয়েকজন নেতা, সাংবাদিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, এবং সাধারণ পাঠকরা।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.