
জামালপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ পালিত।
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২২ এপ্রিল২০২৫ “স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সিভিল সার্জন, মোহাম্মদ আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সুযোগ্য সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভীন, বিশিষ্ট গণমাধ্যম কর্মী মো: ফজলে এলাহী মাকাম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি ও গণমাধ্যম কর্মী মো: খোরশেদ আলম, বিশিষ্ট মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জামালপুর।