প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খু*ন: নি হ ত ১

আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে স্থানীয় জমিজমা ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম আবুল হাশেম (৫৫)। তিনি পশ্চিম চরদরবেশ গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি-জমা ও পারিবারিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে আবুল হাশেমের সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার বেলাল হোসেন গংদের বিরোধ চলছিল। দুই বছর আগে কৃষক বেলাল হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন নিহত আবুল হাশেম। হত্যাকাণ্ডের পর তিনি পরিবার নিয়ে এলাকা ছেড়ে সোনাগাজী পৌর শহরে বসবাস করছিলেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আবুল হাশেম নিজ গ্রামের বাড়ি ফেরার পথে চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাঈদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা ওঁৎ পেতে থাকে। একপর্যায়ে তার ওপর মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি বায়েজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
© 2025 - দৈনিক সংবাদের পাতা