সবার কথা বলে

ইচ্ছে করে

0 5
ইচ্ছে করে
বিপুল চন্দ্র রায়


ইচ্ছে করে

রবি হবো উঠবো সকালে।
ইচ্ছে করে
পাখি হবো উড়বো আকাশে।
ইচ্ছে করে
ফুল হবো ফুটবো বাগানে।
ইচ্ছে করে
বৃষ্টি হবো পড়বো জমিনে।
ইচ্ছে করে

নদী হবো ছুটবো সমুদ্রে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.