
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর থানায় মামলা।
মাহফুজুর রহমান রিভু
জয়পুরহাট – সংবাদের পাতা:
জয়পুরহাটে এক রিকশাচালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর, রবিবার দুপুরে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা।
ভুক্তভোগী তরুণীর বাড়ি জেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামে। অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
মামলার আসামি জাকির হোসেন (৪৫)। তিনি জয়পুরহাট জেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের পাথারপাড়া এলাকার বাসিন্দা এবং ধারকি বেলগাড়ী বাজারে একটি চায়ের দোকান চালান। তিনি মৃত জবিরউদ্দিন সাখিদারের ছেলে।
মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী ধারকি বেলগাড়ী বাজারের বিভিন্ন দোকানে কাজ করতেন। বিনিময়ে কেউ তাকে কিছু খাবার বা নগদ অর্থ দিতেন। প্রতিদিনের মতো কাজ শেষে সে রাতে বাড়ি ফিরে যেত।
গত ১৭ এপ্রিল দুপুর ৩টার দিকে বাজারে পানের দোকানি জাকির হোসেন তরুণীকে পান ধোয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যান এবং কাজের বিনিময়ে টাকা দেওয়ার প্রলোভনে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে ১৮ এপ্রিল বাজারের কিছু লোকজনের মাধ্যমে তরুণীর বাবা বিষয়টি জানতে পারেন। ঘটনার প্রায় ১০ দিন পর, তিনি সাহস করে থানায় মামলা দায়ের করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন,ঘটনার বিষয়ে জানতে পেরেই ভুক্তভোগীর বাবাকে থানায় ডেকে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তার বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।