জাগো শোষিত নর-নারী প্রকাশিত: এপ্রি ৩০, ২০২৫ 0 3 Share জাগো শোষিত নর-নারী বিপুল চন্দ্র রায় ওরা জানে কী ? আমরাই শ্রমিক রাষ্ট্রের জীবন্ত ইঞ্জিন, সভ্যতা নির্মাণের পিলসুজ। রক্ত ঘামে কাঠফাটা রোদে সেঁকে চামড়া, দেশের অর্থনীতির চাকা রাখি চাঙ্গা অথচ বেতন পাইনা ঠিক মতো পাইনা যোগ্য সম্মান। শুধুই জোটে গাল মন্দ চোখের জলে ভাসে জীবন তরী। এ কেমন মহাজন শ্রমিকের দেয়না ন্যায্য দাম। জাগো শোষিত নর-নারী জাগো আলোড়ন তোলো চূড়ান্ত মুক্তির।