জীবনের মন প্রকাশিত: এপ্রি ৩০, ২০২৫ 0 8 Share জীবনের মন কবি জামাল জীবনো কবু ধন্য হয়েছে কি মনেরো খেয়াল মতে ধুঁ ধুঁ করে চলে হিয়ারো মাজারে নিথরো ব্যাথা ক্ষতে। আকাশের মত বিশালো আমার মনটা আছে ঠিকই কারো ছায়া নেই, পাশে কেউ নেই মায়া দেখাবো যতই। কিজানি কি ধরাটা কেন এমন রূঢ় হচ্ছে স্নেহের মমিটাও কিসের টানে ভিন্ন ছায়া খুঁজছে। ভালোবাসাটা ভালো টাকাতে পূর্ণতা রূপ পাচ্ছে টাকার যদি কমতি পড়ে যায় স্নেহ মায়া হারাচ্ছে। কল্পনা জল্পনা ঢ়ের মিষ্টি বটে ছোঁয়া যায়না ধরা যায় না মানা যায়না করা যায়না মনেরই মাঝে শুধু ঘটে। আমাতে আমি অতি ভালো বটে লোক সমাজে খুব তুচ্ছ সততার লোভ ধারণ করে আছি তুমিও হয়তো বুঝছো। সৎ নিয়তে থাকিও যদি পেতে হয় কবু ঘৃনা হউক না তাতে কি হবে আর আমি কারো ধার ধরিনা।