
মনোহরদীতে ৫ বাড়িতে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর-লুটপাট।
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মনোহরদীতে দুর্বিত্তদের হামলায় বাড়ী-ঘর ও দোকান ভাংচুর এবং নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য, মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল ও সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন। রবিবার(২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ ভুক্তভোগীদের বাড়ী-ঘর ও দোকান পরিদর্শন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এসময় লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা হলেন- পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃধার ছেলে বাইজিদ মৃরধা,আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার,আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার,রশীদ পাইকের ছেলে দোলাল পাইক,আবুল বাসার মৃধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃধা,এম্মত মৃধার ছেলে বিল্লাল মৃধা,সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ, মহর উদ্দীনের ছেলে ছাত্তার ও তারই ভাই কুদ্দুস।
ভুক্তভোগীরা বলেন, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের ৫ টি বাড়িতে একই ইউনিয়নের সিজানের নেতৃত্বে আবদুল্লাহ্,শাকিল, সোহেল,অনয়,বাবু, কাজল, মোশারফ,জাকির-সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দ্বারা রবিবার সন্ধার পর আমাদের ৮-১০ টি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং একটি দোকান থেকে দেশীয় অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা-সহ নানা ধরনের পণ্যদ্রব্য লুট করে নিয়ে যায়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাংচুর করে এবং মারধর করে রক্তাক্ত জখম করে। আমরা এর বিচার চাই।