
নড়িয়ায় গোলার বাজারে ৪ টি দোকান পুড়ে ছাই।
এস এম জীবন রায়হান – শরীয়তপুর
সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৪.৩০ মিনিটের দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয়রা। পরবর্তীতে নড়িয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত লতিফ ঢালী বলেন, আমরা এখানে দীর্ঘদিন যাবত ব্যবসা করছি। মঙ্গলবার রাত ৪.৩০ টার সময় সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালামাল কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন কী করবো? কোথায় থাকবো?
ক্ষতিগ্রস্ত সম্ভু মন্ডল বলেন, আগুনে আমার দোকানের সব শেষে হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি
আরেক ক্ষতিগ্রস্ত খালেক হাওলাদার বলেন, আমার টেইলার্সের দোকানের পাশা-পাশি গ্যাসে ব্যবসা ছিলো সব পুড়ে গেছে।
সেলুন ব্যবসায়ী সুবল শীল বলেন আগুনের খবর শুনে আমি ছুটে এসে দেখি আমার দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়।
নড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবুল বাশার বলেন, মঙ্গলবার ভোর রাতে গোলার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৈদ্যুতিক শর্ট সাকির্টে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।