0 1

নাগেশ্বরী হাসপাতালে জনবল সঙ্কটসহ বিভিন্ন অব্যবস্থাপনায় চিকিৎসাসেবা ব্যহত।
হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম
সংবাদের পাতা:
চিকিৎসক সঙ্কট, ওয়ার্ড বয়, এ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়মসহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার বিকালে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে এমন অভিযোগের কথা জনিয়েছেন জাতীয় নাগিরিক পার্টি (এনসিপি)-র নেতৃবৃন্দ।
পরিদর্শনের শুরুতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুর রশিদ পলাশসহ অন্যান্য চিকিৎসক ও সেবিকাদের সাথে মতবিনিময় করেন তারা। পরে হাসাপতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনদের সাথেও কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে রোগী ও স্বজনদের নিকট হাসপাতালে চিকিৎসক, ওয়ার্ডবয়সহ জনবল সঙ্কট, অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগও শোনেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এনসিপির নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান খাঁন জুয়েল জানা, এই হাসপাতালে, চিকিৎসক, ওয়ার্ড বয়, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন ল্যাব টেকনোলোজিস্টসহ বিভিন্ন পদে জনবল শুন্য রয়েছে। এছাড়াও হাসপাতালে ওয়ার্ড বয় না থাকায় পরিস্কার পরিচ্ছন্নতাও নেই। নার্স থাকলেও সঠিকভাবে সেবা পান না রোগীরা। ফলে নানাভাবে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে এই উপজেলার সাধারণ মানুষের।
আরেকজন বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা জানান, এখানকার এ্যাম্বুলেন্সে সরকারি ভাড়া তোয়াক্কা না করে ড্রাইভার তার মনমতো রোগী ও তার স্বজনদের নিকট ভাড়া আদায় করেন। এমনকী প্রক্সি ড্রাইভার দিয়েও এ্যাম্বুলেন্স চালান তারা। বিষয়টি ড্রাইভারদের সাথে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে। তবে তারা ভিন্ন ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।
আরেকজন বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা জানান, এখানকার এ্যাম্বুলেন্সে সরকারি ভাড়া তোয়াক্কা না করে ড্রাইভার তার মনমতো রোগী ও তার স্বজনদের নিকট ভাড়া আদায় করেন। এমনকী প্রক্সি ড্রাইভার দিয়েও এ্যাম্বুলেন্স চালান তারা। বিষয়টি ড্রাইভারদের সাথে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে। তবে তারা ভিন্ন ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস। তিনি জানান এই স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করে কিছু ভালো দিকের সাথে সাথে বেশকিছু অনিয়ম অব্যবস্থাপনাও লক্ষ্য করা গেছে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, তাজুল ইসলাম তাজ, উপজেলা কমিটির আহবায়ক হাফিজুর রহমান খাঁন জুয়েল, সদস্য সচিব শাওন আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মেহেদী, সদস্য সচিব সজিবসহ অনেকে।
হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, তাজুল ইসলাম তাজ, উপজেলা কমিটির আহবায়ক হাফিজুর রহমান খাঁন জুয়েল, সদস্য সচিব শাওন আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মেহেদী, সদস্য সচিব সজিবসহ অনেকে।