সবার কথা বলে

বড় ছেলে

0 4

বড় ছেলে
শাম্মী আক্তার স্নেহা

দরিদ্র ঘরে জন্ম আমার,
বয়স বেশি নয় অত ;
দায়িত্বের ভার অনেক তবে,
বয়সের আগেই হয়ে গেছি বড়!

আমাদের শৈশব থাকে না,
শুধু দায়িত্ব থাকে ;
স্বার্থপর এই দুনিয়ায়,
কেউ কি কারো খোঁজ রাখে!

পরিবারের জন্য কষ্ট করি,
সারাদিন রাস্তাঘাটে ;
কত তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে,
মানুষ অনায়াসে!

দুনিয়ার সাথে জীবন যুদ্ধে,
লড়তে কষ্ট হবে জানি ;
সব দায়িত্ব যে আমার হাতে,
পরিবারের বড় ছেলে আমি!

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.