জয়পুরহাটে জেলা ভটভটি, নছিমন, করিমন মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে মে দিবস পালিত।
মাহফুজুর রহমান (রিভু)
জয়পুরহাট – সংবাদের পাতা:
মহান মে দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা ভটভটি, নছিমন, করিমন মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বুধবার (১ মে) সকালে শহরের নতুনহাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে।
পরে সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুয়েল প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।
আরও উপস্থিত ছিলেন জেলা ভটভটি, নছিমন, করিমন মালিক ও শ্রমিক সমিতির সভাপতি হারুনুর রশিদ মিলন, রোড সাধারণ সম্পাদক ইমরান হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মুনু, কেশিয়ার মতিউর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন,মে দিবস কেবল উৎসবের দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। শ্রমিক-মালিক সুসম্পর্কই পারে উন্নয়নকে ত্বরান্বিত করতে।
আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।