0 5

মে দিবস উপলক্ষে নাগেশ্বরীতে ইসলামী শ্রমিক আন্দোলনের র্যালি ও সমাবেশ।
হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম
সংবাদের পাতা:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-কুড়িগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে পহেলা মে এ উপলক্ষে ৫ হাজার মানুষের অংশগ্রহণে একটি বিশাল র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাবেশ করেন। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি জি.এম.এম আনছার আলী রয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হারিসুল বারী রনি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মনিরুজ্জামান, চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলি, ইসলামী ছাত্র আন্দালনের সভাপতি মাওলানা আখতারুজ্জামান আব্বাসীসহ অনেকে।
এ সময় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত করে শিশুশ্রমসহ অমানবিক সমস্ত শ্রম থেকে সুরক্ষা দিতে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রমিকদের মজুরি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের আহ্বান জানান বক্তারা।
এ সময় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত করে শিশুশ্রমসহ অমানবিক সমস্ত শ্রম থেকে সুরক্ষা দিতে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রমিকদের মজুরি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের আহ্বান জানান বক্তারা।