
আজগর হোসাইন আতিক – ঢাকা:
১লা মে রাজধানির মহাখালীতে অবস্থিত ব্রাক টাওয়ার কনফারেন্স হলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ) এর নতুন আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা এবং শিল্প খাতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লা আল মামুন। তিনি বলেন, “বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের সবার মধ্যে সমন্বয় থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খাত উন্নয়নের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করতে হবে, সেই বিষয়ে আমাদের মনোযোগী থাকতে হবে।”
নবনিযুক্ত সেন্ট্রাল আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী আক্তারুজ্জামান হিরু বলেন, “আমরা প্রযুক্তির উৎকর্ষতা এবং উদ্ভাবনকে কেন্দ্র করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে কাজ করব। আমাদের লক্ষ্য হলো দেশের শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, যেমন:
প্রযুক্তিগত প্রশিক্ষণ: সদস্যদের জন্য নিয়মিত অ্যাডভান্সড প্রযুক্তিগত প্রশিক্ষণের আয়োজন করা হবে।
সেমিনার ও ওয়ার্কশপ: শিল্প খাতের ট্রেন্ড এবং নতুন প্রযুক্তি বিষয়ে সেমিনার ও ওয়র্কশপের ব্যবস্থা নতুন সদস্যদের জন্য।
নেটওয়ার্কিং: সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগের পরিকল্পনা।
আলোচনায় উপস্থিত সদস্যরা অভিষিক্ত কমিটির কাজকে সমর্থন জানিয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মকর্তারা নতুন উদ্যোমে দেশের সকল ইঞ্জিনিয়ারদেরকে প্লাটফর্ম এ সংযুক্ত হবার আহবান জানান।
অনুষ্ঠানের শেষে সেন্ট্রাল কমিটির আহবায়ক আগামীর পথে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, একত্রিত হয়ে তারা দেশের শিল্প খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
এভাবে, নতুন আহবায়ক কমিটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অবিচল থাকবে এবং সদস্যদের মাঝে দৃঢ় সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করছেন সবাই।