শ্রমিক আমার নাম
শাম্মী আক্তার স্নেহা
পরিবারের তরে করি কাজ,
শ্রমিক আমার নাম;
কাজের জন্য সহ্য করি,
শত অপমান!
তোমার কাজে মানবে না তুমি,
কোন অবহেলা;
তাহলে মজুরি কেন পাই না আমি,
চলে গেলেও বেলা?
এই সমাজে শ্রমিক হতে,
পাবো না কেন ভয় ;
নিজের হকের জন্য যদি,
লড়তে এত হয়!
তুমি বড় সাহেব বলে,
পারি না কিছু বলতে!
নিজের পারিশ্রমিক হবে
আর কতবার চাইতে?
আমাদের জন্য লড়বে কে?
যায় কি কারো আসে!
মনে রেখো আধুনিকতা এসেছে,
কারণ শ্রমিক ছিল পাশে।