সবার কথা বলে

নড়িয়ায় এলাকাবাসীর সহায়তায় গাঁ জা সহ ৩ জন আ ট ক

0 7

নড়িয়ায় এলাকাবাসীর সহায়তায় গাঁজা সহ ৩ জন আটক।

এস এম জীবন রায়হান – শরীয়তপুর

সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে এলাকাবাসীর সহায়তায় ১ কেজি ৪৬৩ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে ঘিরে ফেলেন এবং তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন।

পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

আটকৃতরা হলেন, ভেদরগঞ্জ উপজেলার কোড়ালতলী গ্রামের আর্শাদ আলী শেখের ছেলে আক্তার শেখ (৩৫), একই উপজেলার গৈড্যা ৭ নম্বর ওয়ার্ডের আজাদ হাওলাদারের ছেলে অপু হাওলাদার (২৫), এবং লাকাত্তা গ্রামের কুদ্দুস সরদারের মেয়ে জোসনা আক্তার (৩০)। তিনজনেরই বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়।

আটকৃত মাদক কারবারিরা জিজ্ঞাসাবাদে বলেন , তারা এই মাদক কিনেছে কানা মালেক ওরফে মালেক চৌধুরীর কাছ থেকে। মালেক তার ভাগিনা বিপ্লব হাওলাদার এর মাধ্যমে মাদকগুলো তাদের কাছে পাঠিয়েছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, আটককৃত তিনজনের কাছ থেকে ১ কেজি ৪৬৩ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানান, আমরা মাদকমুক্ত সমাজ চাই। তাই মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.