সবার কথা বলে

সোনাগাজীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে জামায়াতের মানববন্ধনে ডা: ফখরুদ্দিন মানিক

0 1

সোনাগাজীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে জামায়াতের মানববন্ধনে: ডা: ফখরুদ্দিন মানিক।

আজগর হোসাইন আতিক – সোনাগাজী (ফেনী):

ফেনীর সোনাগাজীতে মুছাপুর ক্লোজার টেকসইকরণ ও আধুনিক রেগুলেটর নির্মাণের দাবিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৪ মে ২০২৫ রবিবার, বেলা ১১টায় সোনাগাজী উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মুছাপুর ক্লোজার শুধুমাত্র একটি পানি নিয়ন্ত্রণ প্রকল্প নয়; এটি এ অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষার একমাত্র ভরসা। এটি টেকসইভাবে পুনর্গঠন না হলে, ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে স্থানীয় জনগণ।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিমুল্লাহ, ও সেক্রেটারী মহসিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা সভাপতি সৈয়দ মাঈন উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহীনুর হোসাইন, ফরহাদুল ইসলাম ফরহাদ, ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সভাপতি রফিক উদ্দিন নোবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিগণ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত মুছাপুর ক্লোজার এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এটিকে টেকসই করা এখন সময়ের দাবি।”

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।

স্থানীয় জনগণের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ এ দাবিকে আরও জোরালো করেছে বলে আয়োজকরা জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.