সবার কথা বলে

নোয়াখালীতে শাহাজাহান এমপির আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

0 6

নোয়াখালীতে শাহাজাহান এমপির আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা।

রাশেদুল ইসলাম – নোয়াখালী:

নোয়াখালীতে আগামী ১৪ মে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সদর সুবর্ণচরের রুপকার আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির আগমন উপলক্ষে ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবারে সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের থানার দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রানার সঞ্চালনায় ও চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের মেম্বারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক – আব্দুর রহমান জমিস, চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকের হোসেন সৈকত,সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরেজ খান নীল, প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন,চর ওয়াপদা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জাকের হোসেন, থানার হাট মডেল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি রহমত উল্যাহ, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – এস এ সাকিব, শ্রমিক দল নেতা আলা উদ্দিন নুর সহ প্রমুখ।

উক্ত প্রস্তুতি সভায়- উপস্থিত নেতৃবৃন্দরা আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান নোয়াখালীতে আগমন কে ঘীরে ব্যাপক প্রস্তুতির কথা জানান এবং চর ওয়াপদা ইউনিয়ন থেকে ব্যাপক হারে জনসমাগম আগামী ১৪ তারিখের প্রোগ্রামে অংশ গ্রহণ করবে এমটাই প্রত্যাশা সকলের।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.