
ভেদরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
মতিউর রহমান (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এভিসিবি-৩ প্রকল্পের শরীয়তপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী। সভায় সঞ্চালনা করেন, উপজেলা সমন্বয়কারী মোসাঃ জেসমিন নাহার এবং মোঃ জামাল হোসাইন।
সভায় আলোচ্য সুচী অনুযায়ী চলমান মামলা গ্রহণ ও নিষ্পত্তি, ত্রৈমাসিক পরিকল্পনা, দক্ষতার উন্নয়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পিছিয়ে পড়া ইউনিয়নের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোট খাটো সকল বিরোধ নিষ্পত্তির জন্য হিসাব সহকারীদের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইউনিয়নে এসে যেন বিচারিক সেবা প্রত্যাশী কেউ ফিরে না যায় সেবিষয়টি সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে হবে। এসময় তিনি গ্রহণকৃত মামলা গ্রাম আদালত গঠন করে প্রাক-বিচার বা শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি করনে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভার সমাপনিতে সভাপতি বলেন, যে, দ্বি-মাসিক সমন্বয় সভা চলমান অগ্রগতি মূল্যায়ণে ও হিসাব সহকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় বিশেষ অতিথি হিসেবে ডিস্ট্রিক্ট ম্যানেজার বলেন, সাপ্তাহিক ধার্যকৃত দিনে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং এবিষয়ে চেয়ারম্যানদের উদ্বুদ্ধ করতে হবে। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী প্রতিমাসে ইউনিয়ন ভিত্তিক অন্তত ৫ করে মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে।